নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

কচুয়া : জমি নিয়ে বিরোধে আপন ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : কচুয়ার কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম বকুল (৩৫) বলেন, ‘আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এ সময় তার বড় ভাই তাজুল ইসলাম (৬০), স্ত্রী রহিমা বেগম (৪৫) এবং ছেলে সাইফুল ইসলাম (৩২) ও আবির (২৪) আমাদের ঘরে ঢুকে মারধর করলে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলে। চিৎকার শুনে বাড়ির অন্য লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আমার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান ডা. শাহনাজ সুলতানা বিপাশা। এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও পুত্রবধূ তামান্না বেগমকে আটক করেছে পুলিশ।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়