জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে কলকাতায় শিপ্রা দাস (৫৮) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। তিনদিন আগে ডেঙ্গু নিয়ে কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই (অগজও) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল বুধবার সকালের দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়।
হাসপাতাল সূত্র জানায়, কান্সার ও হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন শিপ্রা। চিকিৎসা করাতে গত মাসে কলকাতায় গিয়েছিলেন তিনি। ৩০ অক্টোবর পর্যন্ত ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার কারণে হাসপাতালের পাশে বাসা ভাড়া নেন শিপ্রা। এরই মধ্যে হঠাৎ করেই কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। কমতে থাকে প্লাটিলেট। এরপর ওই হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তের পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পরে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মৃত্যু হয় তার।
চিকিৎসকদের অভিমত, শিপ্রার শারীরিক অসুস্থতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল। এদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে কলকাতাবাসীর মধ্যে। সংক্রমণ নিয়ন্ত্রণে কলকাতা পৌরসভার পক্ষ থেকেও চেষ্টার কোনো ত্রæটি নেই।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও জানান, ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। তবে সচেতন থাকতে হবে। এডিস মশার ডিম কমপক্ষে তিন বছর জীবিত থাকে। পানির সংস্পর্শে এলেই ডিম সক্রিয় হয়ে ওঠে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়