সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৯৩ বার

আগের সংবাদ

গ্যাস সংকট তীব্র হওয়ায় শঙ্কা : ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বিতরণ ২৬০ কোটি ঘনফুট

পরের সংবাদ

জিম্বাবুয়ের টিকে থাকার ম্যাচ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এ ম্যাচ জেতে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে চায় ক্রেইগ আরভিনের দল। অন্যদিকে বিশ্বকাপের এবারের আসরে তিন ম্যাচে মাঠে নেমে সব কটিতেই হেরেছে ডাচরা। ফলে চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ নেয়ার লক্ষ্যে মাঠে নামবে স্কট এডওয়াডর্সের দল।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের জয় ২টিতে ও নেদারল্যান্ডসের জয় ১টিতে। ১টি ম্যাচ টাই হয়। টাই ম্যাচে সুপার ওভারে জয় পায় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে সর্বশেষ দেখা হয়েছিল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের। ফাইনালে ৩৭ রানে জিতেছিল জিম্বাবুয়ে। 
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত হার থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা। পরের ম্যাচে বড় চমক দেখায় জিম্বাবুয়ে। হট ফেভারিট পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয় আরভিন-রাজারা। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে আর পারেনি জিম্বাবুয়ে। ৩ রানে ম্যাচ হেরে যায় দলটি। ৩ খেলা শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে এখন জিম্বাবুয়ে। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫, ভারত-বাংলাদেশের সংগ্রহ পয়েন্ট ৪ করে। অন্যদিকে প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভের খেলার সুযোগ পায় নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানে হারে তারা। পরের দুই ম্যাচে ভারতের কাছে ৫৬ রানে ও পাকিস্তানের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে নেদারল্যান্ডস। টানা তিন ম্যাচ হারে সেমির আশা শেষ হয়ে গেছে তাদের। তবে সুপার টুয়েলভে প্রথম জয় পেতে জিম্বাবুয়েকে হারাতে মরিয়া নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণ ২ পয়েন্ট পেতে চায় জিম্বাবুয়ে। দলের পেসার ব্লেসিং মুজারাবানি বলেন,‘আগের ম্যাচে বাংলাদেশের কাছে শেষ বলে হেরে যাওয়াটা হতাশার ছিল। এসব ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে চাই আমরা। সেমির আশা বাঁচিয়ে রাখতে পুরো পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই।’অন্যদিকে নেদারল্যান্ডস দলের মিডল অর্ডার ব্যাটার কলিন অ্যাকারম্যান বলেন,‘সুপার টুয়েলভে ভালো ক্রিকেট খেলতে পারিনি আমরা। আরো ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতেই মাঠে নামব আমরা। জয় নিয়ে মাঠ ছাড়া প্রত্যাশা করছি।’ 

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্রাডলি ইভান্স, লুক জঙ্গি, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস। 
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গেøাভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়