বুয়েটে কর্মচারীর লাশ উদ্ধার

আগের সংবাদ

প্রোটিয়াবধে সিডনিতে টাইগাররা

পরের সংবাদ

বিশ্বকাপে উইকেটের হাফসেঞ্চুরির হাতছানি সাকিবের

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ের অন্যতম তারকা খেলোয়াড় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস এবং পর্যালোচনা পর্বকে অনায়াসে ‘সাকিবপূর্ব’ এবং ‘সাকিবীয়’ এই দুইভাগে ভাগ করা যায়। সাকিব খেললে তো বটেই এমনকি নিষিদ্ধ থাকলেও শিরোনাম হন খবরের। দেশের ক্রিকেটে ব্যক্তিগত অর্জন, সাফল্য, স্বীকৃতি, মর্যাদা রেখাচিত্র আঁকতে কিংবা বিতর্ক, নিষেধাজ্ঞা, শাস্তি কাটিয়ে প্রত্যাবর্তনের ইতিহাসের বড় অংশ জুড়েই থাকবে সাকিব আল হাসানের নাম।
সাকিবের অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে জিতে যায় দেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন ক্যাটাগরিতেই তিনি অনবদ্য। যার প্রমাণ যায় আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডারের দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তার ওপরে কেবল আফগানিস্তানের মোহাম্মদ নবী।
এদিকে অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বসেরার এই মঞ্চে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এবারের আসরে অনবদ্য এক রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। ৪২ উইকেট নিয়ে সবার উপরে এই টাইগার কাপ্তান। এবারের আসরে আর মাত্র ৮ উইকেট নিতে পারলে ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে তিনি ছুঁতে পারবেন বিশ্বকাপে ব্যক্তিগত ৫০ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। সেবার ৪০ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে যান পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এর আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কান দুই তারকা ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দোকে আউট করেন সাকিব। এই দুই উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সংগ্রহ ৪১ উইকেট। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৩৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে লাসিথ মালিঙ্গা।
সাকিবের দখলে রয়েছে টি-টোয়েন্টির অনন্য সব রেকর্ড। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশ অধিনায়ক টপকে যান মাহমুদউল্লাহ রিয়াদের সর্বোচ্চ রানকে। এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক রিয়াদ। তবে ক্রাইস্টচার্চে রিয়াদকে পেছনে ফেলে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭০ রান করার ফলে টি-টোয়েন্টিতে এই মুহূর্তে দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট এবং সর্বোচ্চ অর্ধশতকের একক মালিক সাকিব। বলা যায়, টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রায় সব রেকর্ডই এখন সাকিবের। পরিসংখ্যান জানাচ্ছে, সাকিব টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন ১০৪টি, রান করেছেন ২১৯৯, বল খেলেছেন ১৭৯৫টি। স্ট্রাইকরেট ১২২.৫১ এবং ব্যাটিং গড় ২৯.৬। ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব উইকেট নিয়েছেন ১২২টি, ইকোনমি ৬.৭৩ বল করে। দলের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টিতে ১২টি অর্ধশতক এই অলরাউন্ডারের।
বিশ্বকাপ শুরুর আগে গত ১৪ অক্টোবর মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হয় ১৬ দলের অধিনায়কদের মিলনমেলা। দুই ভাগ হয়ে মোট ষোলো অধিনায়ক যোগ দেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের দেখা মেলে দ্বিতীয় ধাপে। যেখানে তাকে বেশ সরব এবং ফুরফুরে মেজাজে দেখা যায়। সাকিবের সঙ্গে দ্বিতীয় দফায় মঞ্চে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বলবার্নি, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
ক্যাপ্টেনস মিডিয়া ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ও বিশ্বকাপ নিয়ে আশাবাদ জানিয়েছেন সাকিব। পাশাপাশি একটু খোঁচা দিয়েই জানিয়েছেন, ১৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি খেলবেন অস্ট্রেলিয়ায়! সাকিবের ভাষ্য, ‘আমি মনে করি আমাদের দলটা খুব রোমাঞ্চকর।
– মোহাম্মদ আল মুকিত

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়