মিরপুর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

আগের সংবাদ

নির্বাচন ঘিরে জাপায় অস্থিরতা : নিকট অতীতে নেতিবাচক অবস্থান জানালেও হঠাৎ করেই সংবিধান মেনে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণা

পরের সংবাদ

এএফসি কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই : ভুটানকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে গতকাল ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল ইয়েমেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ ও ইয়েমেন দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে ই-গ্রুপের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তারা ৮-০ গোলে ভুটানকে এবং ৪-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।
গতকাল ৮ মিনিটে ম্যাচের প্রথম কর্নার কিকটি করে বাংলাদেশ। তবে ভুটানের বিপদ হয়নি। বরং কাউন্টার অ্যাটাকে পরের মিনিটেই এগিয়ে যেতে পারতো ভুটান। বাংলাদেশের গোলরক্ষক সোহান অনেকটা এগিয়ে এসেছিলেন। ভুটানের নয় নম্বর জার্সিধারী কামাল শটও নিয়েছিলেন, একটুর জন্য সেটি ফাঁকা পোস্টের বাঁ দিক দিয়ে চলে যায়।
এর দুই মিনিট পরই (দশম মিনিট) গোল পেয়ে যায় বাংলাদেশ। ডানদিক থেকে আসাদুলের উঁচু ক্রস নাজিমুদ্দিন দারুণ এক হেডে জড়িয়ে দেন জালে। ১-০ তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ভুটান সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। বরং রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে তাদের। তবে ৭৩ মিনিটে ইমরানের দূর থেকে নেয়া মাপা ফ্রি-কিক আর আটকাতে পারেনি ভুটান। বক্সের মধ্যে হিমেল হেড করে দলকে এগিয়ে দেন ২-০। উৎসবের উপলক্ষ আসে লাল সবুজ শিবিরে। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়