মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : ফরহাদকে সরানো হচ্ছে, মুস্তাফিজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আগের সংবাদ

সব দলকেই নির্বাচনে চাই

পরের সংবাদ

মোরেলগঞ্জ : আশ্রয়ণের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মোরেলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২ এর চতুর্থ পর্যায়ের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। চতুর্থ পর্যায়ে মোরেলগঞ্জে বরাদ্দকৃত ৭০টি ঘরের মধ্যে গতকাল বুধবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে ৩৫টি গৃহহীন পরিবারের জন্য এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এ আশ্রয়ণ প্রকল্পের আওতায় এর আগে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে প্রথম পর্যায়ে ৬টি, দ্বিতীয় পর্যায়ে ১৬১টি, তৃতীয় পর্যায়ে ১৫০টি ঘর নির্মাণ শেষে গৃহহীনদের মাঝে ২ শতক জমিসহ নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়