সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : ফরহাদকে সরানো হচ্ছে, মুস্তাফিজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অবশেষে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের পদ থেকে মো. ফরহাদ হোসেনকে সরানো হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠাটির সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুর ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) লিখিতভাবে জানিয়েছে কর্তৃপক্ষ। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতি রাশেদা আক্তারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের চাকরির বয়সসীমা (৬০ বছর) অতিক্রম করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুর ইসলামকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হলো।
এর আগে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের চাকরির বয়সসীমা অতিক্রম হওয়ার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বিধি মোতাবেক হয়নি জানিয়ে তাকে অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণ করার ব্যবস্থা নিতে মাউশিকে চিঠি দেয় ঢাকা শিক্ষা বোর্ড।
সেই চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর মিরপুর থানার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের (মো. ফরহাদ হোসেন) চাকরির মেয়াদ ২০২০ সালের ২ জুলাই ৬০ বছর পূর্ণ হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডি ওই বছরের ১৮ মে সভা করে ৩ জুলাই ফরহাদ হোসেনকে আবারো অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
‘স¤প্রতি এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের একটি তদন্ত প্রতিবেদনের মতামত অনুযায়ী অধ্যক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ সঠিক ও বিধিসম্মত হয়নি।
বোর্ডের ই-ফাইল ও ম্যানুয়াল নথির তথ্যানুযায়ী প্রতিষ্ঠানটিতে গত বছরের ২৩ জুনের পর কোনো কমিটি নেই। এ কারণে নিয়মিত গভর্নিং বডি না থাকায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে অনুরোধ জানানো হয়।
তার পরিপ্রেক্ষিতে ফরহাদ হোসেনকে অধ্যক্ষ পদ থেকে সরানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়