সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

ডাক্তার নেই, ফার্মাসিস্টে চলছে সিংগাইর উপস্বাস্থ্য কেন্দ্র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল কাঠামোতে চারটি পদ রয়েছে। একজন করে মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), ফার্মাসিস্ট ও এমএলএসএস। কিন্তু ফার্মাসিস্ট ছাড়া তিনটি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া অব্যবস্থাপনা ও তদারকির অভাবে চিকিৎসাসেবা কেন্দ্রটির বেহাল দশা। ডাক্তার না থাকায় গরিব ও অসহায় রোগীরা কেন্দ্রে এসে সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। সরজমিন দেখা গেছে, সিংগাইর উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। ভবনের দরজা-জানালা ভাঙা। এমনকি এখানে আসবাবপত্র, পানি এবং টয়লেটের ব্যবস্থাও নেই। বসার কোনো ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় অপেক্ষমাণ বৃদ্ধ নারী-পুরুষ ও শিশু রোগীদের। উপস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ এপ্রিল এই উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন ফার্মাসিস্ট স্বপন কুমার সরকার। এরপর এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোবিন্দ লাল সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ফার্মাসিস্ট স্বপন কুমার সরকার বলেন, ‘এ উপস্বাস্থ্য কেন্দ্রে পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে প্রতিদিন প্রায় ৬০-৭০ জন রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু জনবল সংকট ও ওষুধ স্বল্পতার কারণে প্রতিদিনই আমাকে চাপ সামলাতে হচ্ছে। অন্য স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন হলেও এখানে তা হচ্ছে না।’ এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুজহাত নওরীন আমিন বলেন, ‘ওই উপস্বাস্থ্য কেন্দ্রেত মেডিকেল অফিসার দিয়েছিলাম। টয়লেট না থাকা, জরাজীর্ণ ভবনের বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল দপ্তরকে একাধিকবার অবগত করা হয়েছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ওই উপস্বাস্থ্য কেন্দ্রে দেয়া যায় কিনা তা দেখব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়