সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

খরচ কম ও লাভ বেশি : বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষে ঝুঁকছেন পাঁচবিবির কৃষক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : কম খরচে বেশি লাভ ও গবাদি পশু পালনের প্রধান খাদ্য হিসেবে ঘাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাঁচবিবিতে বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাষ চাষে ঝুঁকছেন কৃষকরা। অপরদিকে নেপিয়ার ঘাস চাষ করে নিজের গবাদি পশুর খাদ্য চাহিদা মিটিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। কৃষকরা বলছেন, সার ও তেলসহ কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য ফসল চাষাবাদে যেখানে উৎপাদন খরচই উঠছে না, সেখানে নেপিয়ার চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় এ ঘাস চাষ করছেন তারা। বাগজানা ইউনিয়নের খোর্দ্দা গ্রামের স্বমেন্দ্রনাথ সাহা, উজ্জ্বল সাহা, নূপুর মহন্ত, রামচন্দ্রপুর গ্রামের নিখিল মহন্ত, সুজিত মহন্ত, কুটাহারা গ্রামের মতি আকন্দ এলাকায় সর্বাধিক ঘাস চাষ করে থাকেন। পাঁচবিবির আটটি ইউনিয়নেই এই ঘাস চাষ ছড়িয়ে পড়েছে। বাগজানা বাজারে একমুঠো আকারের প্রতি আঁটি ঘাস ১০ টাকা করে বিক্রি হয়। ১০০ আঁটি ঘাস ১০০০ টাকায় বিক্রি করেন কৃষকরা। একটি জমি থেকে প্রতিবারে ৭-৮ বার ঘাস পাওয়া যায়। উপজেলার বাগজানা গ্রামের রাঞ্জন মহন্তের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘায় পর্যায়ক্রমের ইউরিয়া, ড্যাপ, গোবর সার ও ভিটামিন প্রয়োগ করতে হয়। বর্ষাকালে এখানে প্রচুর গোখাদ্যের সংকট দেখা যায়। গোখাদ্যের জন্য ধানের খর- বিক্রি হচ্ছে অনেক উচ্চ মূল্যে। এমন সময় এই নেপিয়ার ঘাস না থাকলে খামারিরা বিপাকে পড়ে যেতেন। নেপিয়ার ঘাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরাও পাইকারি দরে কৃষকদের কাছ থেকে ঘাস ক্রয় করে বিভিন্ন জেলার খামারিদের মাঝে বিক্রি করে লাভবান হচ্ছেন। প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নেওয়াজ কাযমির বলেন ‘এ উপজেলায় দিন দিন নেপিয়ার ঘাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছর উন্নতজাতের ঘাস চাষে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। ঘাস চাষ বিষয়ে কৃষি কর্মকর্তা নুৎফর রহমান বলেন, হিসাব মতে পাঁচবিবি উপজেলায় এবার ১৫ হেক্টর জমিতে নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। ঘাস চাষে আমরা কৃষকদের সহযোগিতা প্রদান করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়