সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীর লাখ টাকা খোয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীতে এক ব্যবসায়ী আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন লাখ টাকা। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা মো. রতন জানান, পরিবার নিয়ে তার দুলাভাই শাহেব আলী কেরানীগঞ্জ কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে বেপারী স্টোর নামে একটি গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। গতকাল মালামাল নিয়ে উত্তরা গিয়েছিলেন। কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আনেন।
দুপুরে বাসের একজন স্টাফ তার মোবাইলে জানান, বাসে অচেতন হয়ে আছেন শাহেব আলী। পরে স্টাফরা তাকে আজিমপুর বাসস্যান্ডে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার ভগ্নিপতির কাছে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়