করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

সাবিনা ফের মালদ্বীপে খেলতে যাচ্ছেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের নারী ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা খাতুন। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। লাল-সবুজের জার্সি গায়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক সাবিনা। টুর্নামেন্টে ৮ গোল করে তিনিই সর্বোচ্চ গোলাদাতা। তবে এর চেয়েও বড় স্বীকৃতিটা আদায় করে নিয়েছেন সাবিনা। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। যাইহোক এবার পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর মালদ্বীপ রওনা হবেন তিনি। গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হচ্ছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসে। তার সঙ্গী সুমাইয়াও একই ক্লাবের খেলোয়াড়। সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা। মালদ্বীপ ছাড়াও সাবিনা খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন সাবিনা।
এছাড়া মাঠে নামলেই মুড়ি-মুড়কির মতো গোল করেন বলে সবাই সাবিনাকে ডাকেন গোলমেশিন নামে। তবে ?জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিয়েছেন তিনি। হারিয়েছেন প্রিয় বাবাকে। ফুটবলার হওয়ার পথে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন সাবিনা। তার একেকটি গোল যেন ইতিহাসের অংশ।
পেশাদার ফুটবলে প্রবেশের পর গত বছর ঘরোয়া লিগে করেছিলেন গোলের সেঞ্চুরি। নারীদের ঘরোয়া লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলা এই ফরোয়ার্ডের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডও আছে। এমনকি ঘরোয়া লিগে গোলের সেঞ্চুরিও পূর্ণ করছেন সাবিনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। প্রিমিয়ার লিগে নিজের ১০০ গোল পূর্ণ করতে মাত্র চার মৌসুম সময় নিয়েছেন সাবিনা। ২০১১ সালের প্রথম আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোল করে যাত্রা শুরু করেন। এর পরের মৌসুমে ২০১৩ সালে ক্লাব বদলে মোহামেডানে খেললেও ফর্ম পরিবর্তন হয়নি সাবিনার। সেই মৌসুমে করেছেন ২৮টি গোল। প্রিমিয়ার লিগে গত আসরেও দলবদল করে সাবিনা খেলেছেন বসুন্ধরা কিংসে। তাতেও ধার কমেনি তার। উল্টো গত মৌসুমের সব রেকর্ড ভেঙে করেছেন ৩৫ গোল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়