স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল : হামলায় ‘অতি উৎসাহী’ কোন কর্মী জড়িত থাকলেই ব্যবস্থা

আগের সংবাদ

ফেনীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পরীক্ষাকৃত নমুনার সংখ্যা বাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণও বেড়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ৬০১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে একজনের, আর সুস্থ হয়েছেন ৩৬২ জন। এর আগে গত রবিবার কারো মৃত্যু না হলেও ৪ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৫২৭ জন। সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৩৬০টি। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। মোট প্রাণহানীর সংখ্যা ২৯ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়