মাদক দিয়ে ফাঁসানো পুলিশসহ তিনজন কারাগারে

আগের সংবাদ

বাণিজ্যিক জাগরণের সম্ভাবনা > উত্তর-পূর্বের দুয়ার খুলছে : কানেক্টিভিটিতে গুরুত্ব বাংলাদেশ ও ভারতের

পরের সংবাদ

হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : দৌলতপুর থানার একটি হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন এবং দুইজনের ১০বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে প্রত্যেকের ২৫হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দেন আদালত। সাজা প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের বাসিন্দা মৃত: ইসলাম মন্ডলের ছেলে পিতা লিয়াকত আলী ওরফে নিয়ত আলী (৭০) এবং ছেলে আশারত আলী ওরফে নওশেদ (৫০)। এছাড়া এ মামলায় আরো দুইজনের ১০বছর সাজা দেয়া হয়। তারা হলেন- একই গ্রামের বাসিন্দা আরজেদ আলীর ছেলে এনামুল (৫০) ও আমির হামজার ছেলে মিন্টু আলী(৩৩)। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়