৪ বোন চুরি করেই পালাত অন্য জেলায়

আগের সংবাদ

সফরে প্রাপ্তির পাল্লাই ভারী

পরের সংবাদ

নাটোরে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : বাল্য বিয়ে প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পিফরডির সহযোগিতায় ডিস্ট্রিক পলিসি ফোরমের (ডিপিএফ) উদ্যোগে শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডির জেলা সমন্বয়ক ওমর ডি কস্তা, ডিপিএফ সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্য বিবাহ না দেয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়া ও বিয়েসহ সব দ্বায়দায়িত্ব নেবেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়