গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

শতাধিক দরিদ্র মা পেলেন ফ্রি চিকিৎসা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার চিকিৎসা সেবায় এক অনন্য দৃষ্টান্ত। অবসরে গিয়েও ২০১৬ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাঘারপাড়া ও অভয়নগর অঞ্চলের গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের ফ্রি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেন তিনি। উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় চলিশিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য আমেনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রদ্দুত কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, ‘গ্রামের স্বল্প আয়ের মায়েরা নানা জটিল কঠিন রোগে ভুগলেও অসচেতনতাসহ অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাই প্রতি শুক্রবার ও মঙ্গলবার ফ্র্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়