মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

বিমানের টয়লেটে মিলল সোয়া তিন কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং আকাশবীণার টয়লেট থেকে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এ ঘটনায় কাস্টমস আইনে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত আকাশবীণা বিমানটিতে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে।
পরে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম এবং বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়