যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

আগের সংবাদ

সংঘর্ষে চার জেলা রণক্ষেত্র : নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : নিহত ১, আহত দুই শতাধিক

পরের সংবাদ

কাশিয়ানী : শত্রæতার বলি কৃষকের ২০০ লাউ গাছ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : কাশিয়ানীতে এক দরিদ্র কৃষকের ৩০ শতক জমির ২০০ লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম বদর আলী শেখ।
কৃষক বদর আলী শেখ বলেন, আমি বাড়ির পাশে অন্যের ৩০ শতাংশ জমি লিজ নিয়ে লাউ চাষ করেছি। গত মঙ্গলবার সকালে ক্ষেতে লাউ কাটতে গিয়ে দেখি, সবগুলো লাউগাছের পাতা নুয়ে পড়ছে। কারণ খুঁজতে গিয়ে দেখি, সবগুলো গাছের গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কারা শত্রæতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে সংসার চালাই। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি।
কাশিয়ানী থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, এ বিষয় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়