মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আগের সংবাদ

ডলারে বেসামাল অর্থনীতি : ১২০ টাকা দিয়েও পাচ্ছেন না গ্রাহক > ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেয়ার নির্দেশ

পরের সংবাদ

টেকনাফে রোহিঙ্গাদের দুগ্রুপে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় দুদল রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম (৩০)।
গত রবিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এপিবিএন জানায়, নিহত ইব্রাহিম জকির বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক ও ডিআইজি হাসান বারী নুর বলেন, রবিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ি এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসফাক কামাল বাপ্পী বলেন, মাথায় আঘাত পাওয়া ও বুকে গুলি লাগা অবস্থায় এক ব্যক্তিকে রাতে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়