গাইবান্ধার নশরৎপুর : আড়াইশ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

আগের সংবাদ

ড. সালেহউদ্দিন আহমেদ : চ্যালেঞ্জের সামনে দেশের অর্থনীতি

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রকাশনা উৎসব
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন দুই শিক্ষক ‘সন্তোষ গোপালবর্মন স্মারকগ্রন্থ’ ও ‘মোহাম্মদ নূরুল হোসেন স্মারকগ্রন্থ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কলেজের হলরুমে গিরীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে স্মারকগ্রন্থ দুটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, রেখা রানী, ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা এ বি এম ইউনুস খোকা, অধ্যাপক ফেরদৌসী বেগম চায়না, ইঞ্জিনিয়ার সামসুল আলম, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, ল²ী রানী, ডা. আবুল কাসেম, অধ্যক্ষ আশরাফুল আলম, মনোরোঞ্জন সরকার, অধ্যাপক প্রবীর চন্দ, অধ্যাপক বিকাশ চন্দ অধিকারী প্রমুখ। 
আইনশৃঙ্খলা সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইউসুফ চৌধুরী, পিএসসি, ৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ পিএসসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, এনএসআইর জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা প্রমুখ। সভায় জেলার আইনশৃঙ্খলার উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সলিমপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। কমিটির যুগ্ম-আহ্বায়ক শহীদুল হক শাহিনের সঞ্চালনায় আলোচনা অংশ নেন পরিষদের কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দীন তুহিন, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. কামরুজ্জামান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযোদ্ধা আ. কাইয়ুম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, গণমাধ্যম ব্যক্তিত্ব খোন্দকার মাহাবুবুল হক দুদু প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন কাপ ফুটবল টুর্র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঝলম দক্ষিণ ইউনিয়নের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতপুকুরিয়া বঙ্গবন্ধু পরিষদকে ২-০ গোলে পরাজিত করে মির্জাপুর স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য লায়ন মহসিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল প্রমুখ।
শিখন কর্মশালা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানীকরণ প্রকল্পের উপজেলাভিত্তিক ভালো শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও এনআইএলজির আয়োজনে এবং এসডিসি, এমজেএসকেএস ও ওয়াটারএইডের সহায়তায় গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, এমজেএসকেএসের সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব চন্দ্র রায়, উলিপুর এইচএলপি কো-অর্ডিনেটর মজিবুর রহমান, সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার রাধা রানী রায়সহ অন্যরা।
শিশুর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোজা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে। নিহত রোজা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও কৃষক শাহীন মোল্লার মেয়ে। জানা যায়, বেলা ১১টার দিকে রোজা বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী ৪-৫টি শিশুর সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রোজাকে না পেয়ে বাকিরা রোজার বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রোজাকে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়