ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ : পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের ফের মামলা

আগের সংবাদ

কে কোথায় কুরবানি দিচ্ছেন

পরের সংবাদ

ধলেশ্বরীতে গরু বোঝাই ট্রলার ডুবি

প্রকাশিত: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার ঘিওরের পুরাতন ধলেশ্বরী নদীতে ২৭টি গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ১৭টি গরু জীবিত এবং ২টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮টি গরু নিখোঁজ রয়েছে।
ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, নৌপথে সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কুরবানির ২৭টি গরু নিয়ে বিক্রির জন্য রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঘিওর উপজেলার বাজারের কাছে পুরাতন ধলেশ্বরীর নদীতে এসে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় জীবিত অবস্থায় ১৭টি ও মৃত অবস্থায় ২টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নিখোঁজ রয়েছে।
তিনি জানান, গরুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উদ্ধার কাজ করছেন। সব উদ্ধারের পর বলা যাবে ক্ষতির পরিমাণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়