টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

ব্রিটেনকে মোমেন : পুনর্বাসনের জন্য ১ লাখ রোহিঙ্গা নিয়ে যান!

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে নিয়ে পুনর্বাসনের প্রস্তাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শরণার্থীদের অধিকার নিয়ে সরব ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাসের সঙ্গে গত রবিবার এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হয় বলে গতকাল সোমবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের উন্নত জীবন দেয়া ও বাংলাদেশের ওপর অন্যায্য বোঝা কমানোর কথা তুলে ধরে ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ‘বৈশ্বিক নেতা’ হিসেবে যুক্তরাজ্যকে এই প্রস্তাব দেন মোমেন। মিয়ানমারে দমনপীড়নের শিকার ১১ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে অনেক বছর ধরে।
মিয়ানমারকে তাদের এই নাগরিকদের ফেরত নিতে বাংলাদেশ বারবার বলে এলেও প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। এদিকে বিপুল সংখ্যক শরণার্থী এখন বাংলাদেশের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে বলে সরকারের ভাষ্য। সেই রোহিঙ্গাদের নিয়ে এমন প্রস্তাব পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে লিজ ট্রাস বলেন, এই বিষয়টি নিয়ে ভাবতে পারে যুক্তরাজ্য; যদিও রোহিঙ্গা সংকটের উৎকৃষ্ট সমাধান হচ্ছে, নিজ দেশ মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন। বৈঠকে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি এবং মিয়ানমার সরকারের রাজনৈতিক অঙ্গীকারের অভাবে প্রত্যাবাসন ঝুলে থাকার বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন মোমেন। অতীতে কয়েক দফায় মিয়ানমার যে তার নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে গেছে, সেটার আদ্যোপান্তও বলেন তিনি।
লিজ ট্রাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সংকট সমাধানে ?যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ান ও জি-৭ দেশগুলোর মাধ্যমে সংকট সমাধানে মিয়ানমারের চাপ বাড়ানোর আশ্বাস দেন তিনি। বাংলাদেশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে, বিশেষ করে দুই দেশের সম্পর্কের ৫০ বছরপূর্তিতে লিজ ট্রাসকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান মোমেন। দ্বিপক্ষীয় বৈঠকে অন্যদের মধ্যে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়