র‌্যাব মহাপরিচালক : নাশকতার তথ্য নেই তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি

আগের সংবাদ

বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় : জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেভাবে ডানা মেলল স্বপ্নের পদ্মা

পরের সংবাদ

আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে ডুবে মরলেন বাহার

প্রকাশিত: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘লোকে বলে বলেরে, ঘরবাড়ি ভালা না আমার, কি ঘর বানাইমু আমি, শূন্যেরও মাঝার। ভালা কইরা ঘর বানাইয়া, কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার’-হাছন রাজা রচিত এই গানের প্রতিটি লাইনের সঙ্গে জড়িয়ে গেলেন সিলেটের বিয়ানীবাজারের বাহার উদ্দিন। বানের পানিতে ঘর ডুবে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে সেই ঘরে ফিরে ডুবে মারা গেলেন তিনি। জানা যায়, তিনি আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ডুবন্ত বাড়িতে রাতযাপন করছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়ারবাজার নিজঘর থেকে বাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খুশির আব্দুল্লাহপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার দিনগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে বাহার উদ্দিনের ঘরে পানি ওঠে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে উঠেন। বুধবার বিকালে তিনি তার ডুবে যাওয়া ঘর দেখতে যান। এরপর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের মাধ্যমে জানান তিনি রাতে বাড়িতে থাকবেন। পরে তার খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে ঘরে পানির মধ্যে তার মরদেহ ভাসতে দেখেন। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে-পানিতে ডুবে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় বাহারের মরদেহ উদ্ধার করে বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়