বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

নরসিংদীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি : পলাশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গাজীপুর সদর উপজেলা আমবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রায় ১৪ বছর বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিল। পুলিশ সুপার মো. আশরাফুল আজিম পিপিএমের নির্দেশে পলাশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলেক মিয়া (৬৫), স্ত্রী রূপবান (৫৭) ও ছেলে মো. শরিফ (৩৮)। উল্লেখ্য, হত্যা মামলার আসামি আলেক মিয়ার অপর ছেলে আগেই জেলে ছিল। এ ব্যাপারে সোমবার বিকালে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এক সংবাদ সম্মেলনে এসব জানান। ঘটনার বিবরণে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে একই গ্রামের শামসুল হকের (৪৮) জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে আসামিরা শামসুল হককে প্রকাশ্য দিবালোকে ২০০৯ সালের ১৫ আগস্ট কুপিয়ে হত্যা করে। এই মামলায় ৬ আসামির ফাঁসির রায় হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়