উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

সম্মিলিত সাংস্কৃতিক জোট : ৮ দফা দাবিতে জয়পুরহাটে সমাবেশ

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, জয়পুরহাট : সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জয়পুরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাট প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি আহম্মেদ মোশারফ নান্নু। বক্তব্য রাখেন- সংগঠনের নির্বাহী সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছার রহমান প্রমুখ।

বক্তারা সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত জাতীয় বাজেটের শতকরা এক ভাগ সংস্কৃতি খাতে বরাদ্দ, প্রত্যেক উপজেলার আধুনিক সুবিধাসংবলিত ৫০০ আসনের আধুনিক মিলনায়তন নির্মাণ, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মৃতি ভবন নির্মাণ, ঢাকাসহ দেশের মহানগরগুলোতে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৭০০ আসনের মিলনায়তন নির্মাণ, অসচ্ছল শিল্পীদের মাসিক অনুদান ১০ হাজার টাকা নির্ধারণ, প্রতিটি উপজেলায় ১ জন করে শিল্পকলা অফিসার প্রদান, বেতার-টেলিভিশনসহ সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে শিল্পীদের সম্মানী প্রদান, জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা, সংস্কৃতিক কর্মীদের আবাসনের জন্য সংস্কৃতি পল্লী নির্মাণসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়