সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

মেয়র তাপসের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়ায়ের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের মেয়র দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও কসোভোর রাজধানী প্রিস্টিনার মধ্যকার ‘সিস্টার সিটি এগ্রিমেন্ট’-সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দুই দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামী দিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীরতর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়