সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন : নাটোর

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : বড়াইগ্রামে মাদক মামলায় আশরাফ উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জামিনে কারাগার থেকে বের হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ উদ্দিন রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ অক্টোবর নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় নিয়মিত টহল ডিউটি করছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বাসের যাত্রী আশরাফ উদ্দিনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের স্যান্ডেলের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার ও আশরাফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। ঘটনার প্রায় ৬ মাস পর আশরাফ উদ্দিন আদালত থেকে জামিনে মুক্ত হয়। জামিনে মুক্তি পাওয়ার পর আশরাফ উদ্দিন পালিয়ে যায়। দীর্ঘদিন অভিযুক্ত পলাতক থাকায় বৃহস্পতিবার আদালতের বিচারক শরীফ উদ্দীন আসামির অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়