সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

পাঁচ পৌরসভায় জয়ী হলেন যারা

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : দেশের পাঁচ পৌরসভা নির্বাচন গত বুধবার শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও মেহেরপুর পৌরসভায় নৌকার প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর-
মেহেরপুর : পৌরসভাসহ চার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার হয়েছে। মেহেরপুর পৌরসভায় জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। পৌরসভার ২০টি কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পেয়েছেন ৭ হাজার ২৬৪ ভোট।
গোপালগঞ্জ : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন নারিকেল গাছ মার্কায় ৩৪ হাজা ৪৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো, দিদারুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭৫০ ভোট। গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান বলেন, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৬৭২ জন। যার মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৩৬ হাজার ৭২৫, বাতিলকৃত ভোটের সংখ্যা ৯০। মোট অনুপস্থিত ভোটের সংখ্যা ১৮ হাজার ৯৪৭ এবং প্রদত্ত ভোটের হার ৬৬ শতাংশ।
রাঙ্গামাটি : জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯ কেন্দ্রে ৬ হাজার ৬৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. জমির হোসেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা পেয়েছেন ২ হাজার ১৬৪ ভোট।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : নির্বাচন শেষে মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন আল মামুন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম শিমুলকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়। শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জগ প্রতীকে ৬ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্ব›দ্বী আহাজ্জাদ মহাসিন খিপু মিয়া মোবাইল প্রতীকে ৪ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন। বিয়ানীবাজার (সিলেট) : পৌরসভার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জি এস ফারুকুল হক জয়লাভ করেছেন। সাবেক পৌর মেয়র মো. আব্দুস শুকুরকে (নৌকা) ১ হাজার ৫১৯ ভোটে পরাজিত করেন তিনি। বিজয়ী প্রার্থী ফারুকুল হক পেয়েছেন ৩ হাজার ৫৬৭ ভোট আর নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট। বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী জি এস ফারুকুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়