সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

দিনাজপুর পৌর মেয়র সাময়িক বরখাস্ত

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ভাঙা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ডাস্টবিনসহ পৌর ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে জনসাধারণ ও কাউন্সিলরদের একাধিক অভিযোগ রয়েছে এই মেয়রের বিরুদ্ধে।
এ বিষয়ে মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানান। এ ধরনের প্রজ্ঞাপন হাতে পাননি বলেও জানান তিনি। এদিকে পৌরসভায় মেয়রের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
আরেকটি প্রজ্ঞাপনে তাকে মেয়রের পদ থেকে কেন অপসারণ করা হবে না- সেবিষয়ে পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়