সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন যাচাইয়ে সভা

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরণে যৌথসভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মুল বানীন দ্যুতি। গত বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যৌথ সভা হয়। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৩৯টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হয়েছে। ‘ক’ শ্রেণির আরো ৩০ জন পরিবারকে ভূমি ও গৃহ দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়