নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন মোট ৩৮ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৪২ টাকা ১ পয়সার বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৪৭ হাজার ৫৪২ টাকা ১ পয়সা।
অধিবেশনে পৌরসভার সমস্যা ও উন্নয়ন তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়