মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

ভোলাহাটে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী (১৩ থেকে ১৫ জুন পর্যন্ত) কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। উপজেলা পরিষদ চত্বরের এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। ভোলাহাট উপজেলার কৃষি কর্মকর্তা মো. সুলতান আলীর তত্ত্বাবধানে মেলার যাবতীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা পরিচালিত হয়। মেলায় দেশীয়, স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের কৃষিপণ্যের সমাহার দেখা গেছে। ২০টি স্টল এই মেলায় অংশ নেয়। মেলায় সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো চিচিঙ্গা, ঝিঙে, করলা, কুমড়া, পটোল, ডাড়ি, শশা, লাউ, কোদমা, লালমি, ঢ্যাঁড়স, বিভিন্ন ধরনের শাক এবং ফলের মধ্যে আম, কলা, জাম, কামরাঙ্গা, কাঁঠাল, সাফাটু, আতা, আমড়া, খেজুর,আঙ্গুর, আনারস, কমলা, লেবু, তালকুর, ডালিম, স্ট্রবেরি, পেয়ারা, এবং বিভিন্ন দেশি ও বিদেশি জাতের কৃষি ফসল ছিল অন্যতম। এছাড়া কৃষিনির্ভর অনেক বিষ ও বীজ কোম্পানির উদ্যোক্তারা এই মেলায় অংশ প্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়