মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

ঝড়ে বিধ্বস্ত মাদ্রাসা, খোলা আকাশের নিচে পাঠদান

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল দারুসসুন্নাত খানকায়ে নেছারীয়া দীনিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের এখন পাঠদান দেয়া হচ্ছে খোলা আকাশের নিচে। গত শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শ ফুট লম্বা টিনশেড মাদ্রাসার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই মাদ্রাসার শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে পড়ে। ফলে নিরুপায় হয়ে শিক্ষকরা কোনো মতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে পাঠদান চালিয়ে যাচ্ছেন।
মাদ্রাসার সভাপতি নুর আলম জানান, ৮ শিক্ষক ও ৩৫০ জন এতিম দরিদ্র ও অসহায় শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। মাদ্রাসাটি সম্প্রতি ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ায় শিক্ষা কার্যক্রম বেহাল দশায় পড়েছে। সরকারি বা বেসরকারিভাবে একটি পাকা ভবন তৈরি হলে শিক্ষার্থীদের পুনরায় পাঠদান দেয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়