মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

আদমদীঘিতে ছয় জুয়াড়ির জরিমানা

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সর্দারসহ ছয়জন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দিয়েছেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের বাদেশ ফকিরের ছেলে উজ্জ্বল কবিরাজ, শিয়ালশন গ্রামের দুলাল হোসেনের ছেলে রকি হাসান ও আব্দুল হামিদের ছেলে টিটু, মণ্ডবপুর গ্রামের নবির উদ্দিনের ছেলে হালিম, বড় জিনইর গ্রামের নেওয়াজ প্রামাণিকের ছেলে জুয়েল প্রামাণিক ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে ইসাহক। পুলিশ জানায়, রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন ঈদগাহ মাঠের পাশে পুকুরপাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে জুয়ার সর্দার উজ্জ্বল কবিরাজসহ ছয়জনকে গ্রেপ্তার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়