রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

আগের সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী : দেড় বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে

পরের সংবাদ

ডা. এ এস এম আলমগীর : আতঙ্কিত হওয়ার কারণ নেই

প্রকাশিত: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। গতকাল মঙ্গলবার তিনি ভোরের কাগজকে বলেন, বিশ্বের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের বিস্তার ঘটেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এ ভাইরাসটি খুবই ধীরগতির। সহজে ছড়ায় না। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, ত্বকের ক্ষত থেকে থেকে এই ভাইরাস ছড়ায়।
তিনি আরো বলেন, এই ভাইরাসে সংক্রমিত হলে শুরু হয় প্রচণ্ড জ¦র ও মাথাব্যথা। ১ থেকে ৫ দিনের মাথায় র‌্যাশ হয়। সাধারণত র‌্যাশ মুখে তৈরি হয় পরে সারা শরীরে ছড়ায়। হাত, পায়ে অনেক বেশি র‌্যাশ হয়। যেগুলো দেখতে অনেকটা বসন্তের মতোই। এসব লক্ষণ দেখা দিলে রোগীকে আইসোলেশনে রাখতে হয়। তবে রোগ দেখা দেয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে এমনিতেই রোগী সুস্থ হয়ে ওঠেন। তাই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়