ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে দমকল বাহিনীর দুটি ইউনিট সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান তিনি।
এদিকে আবাসিক এলাকায় জুতার কারখানা কীভাবে রয়েছে- এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের কারণে আশপাশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যেহেতু চামড়াজাতীয় পণ্য পুড়েছে, সে কারণে ধোঁয়ার কালো কুণ্ডলী দেখা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়