ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

সোনারগাঁওয়ে তালিকাভুক্ত ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা অভিযান চালিয়ে জঙ্গি সোহান (২৫), শাওন (১৯) ও কাঁচপুর এলাকা থেকে মমিন ওরফে মোমেন (৩৫) নামের থানার তালিকাভুক্ত ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছে।
ডাকাত জঙ্গি সোহান উপজেলার হাবিবপুর গ্রামের দুলালের ছেলে, শাওন গোহাট্টা গ্রামের আক্তারের ছেলে ও মমিন ওরফে মোমেন কাঁচপুর বেহাকৈর পশ্চিম গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে। গ্রেপ্তারকৃদের গতকাল ডাকাতি ও মাদক মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হাফিজুর রহমান গ্রেপ্তারকৃতদের ব্যাপারে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়