ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

মাগুরায় অনলাইনভিত্তিক কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন কৃষি বিপণন প্লাটফর্মের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থাপনার কৌশলবিষয়ক প্রশিক্ষণ গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। মাগুরা কৃষি বিপণন ব্যবস্থাপকের কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনলাইনভিত্তিক কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষি বিপণন অধিদপ্তর কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক বায়োজিদ বোস্তামী। আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরার কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী প্রশিক্ষক আতিকুর রহমান। প্রশিক্ষণে কৃষকের জানানো হয়, কৃষকদের উৎপাদিত পণ্য অনলাইনে কেনাবেচার জন্য সদাই ডট কম গভ নামে একটি সরকারি অনলাইন অ্যাপস চালু করা হয়েছে। যার মাধ্যমে এখন থেকে কৃষকরা সহজে সঠিক দামে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়