ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ফিলিং স্টেশন সিলগালা ৪ জুয়েলারির জরিমানা

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে একটি ফিলিং স্টেশনকে স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই ফিলিং স্টেশন ছাড়াও ৩টি জুয়েলারি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তর ভাদার্ত্তী এলাকার মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করার পর সেটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া কালীগঞ্জ বাজারের সুভাষ রায়ের মালিকানাধীন পি এস জুয়েলার্সকে ৮ হাজার টাকা, সুখরঞ্জন ভৌমিকের সৌরভ জুয়েলার্সকে ১০ হাজার টাকা ও আশীষ রায়ের মালিকানাধীন মাতৃ জুয়েলার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিএসআইটির ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, কালীগঞ্জ থানার এসআই মো. ইমদাদুল হকসহ আনসার-ভিডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়