ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

রমেশ চন্দ্র সেন : সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যু কমাতে হবে

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ব্যক্তিদের দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে। এজন্য চিকিৎসকদের সর্বোচ্চটুকু দিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তিনি গত বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণও স্বাস্থ্যসেবা সঠিকভাবে পাচ্ছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি খাতে উন্নয়ন করেছে। এত উন্নয়ন করার পেছনে কারণ একটাই যাতে জনগণ এর সুফল ভোগ করে, এই সরকারের উন্নয়নের সুফলও জনগণ পাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়