ঢাকায় সিপিবির সমাবেশ কাল

আগের সংবাদ

টার্গেট এবার রাজপথ দখল : পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রধান প্রতিপক্ষ বিএনপি

পরের সংবাদ

পদ্মা সেতু উদ্বোধন : ১০ লক্ষাধিক লোকের সমাবেশের আশাবাদ নেতাদের

প্রকাশিত: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাদারীপুর প্রতিবেদক ও শিবচর প্রতিনিধি : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিনিধিদলটি স্পিডবোটে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইকবাল হোসেন অপু এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। এ সময় এসএসএফ, জেলা প্রশাসন, পুলিশসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু আমাদের অঞ্চলের অর্থনৈতিক মুক্তির সেতু। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে দুটি নৌবন্দর মোংলা ও পায়রা এবং স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে। পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে রেললাইনও যুক্ত হওয়ায় চিন্তাই করা যাবে না এ অঞ্চলে কী ধরনের অর্থনৈতিক তৎপরতা বাড়বে। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, এর উদ্বোধনী জনসভাও হবে ঐতিহাসিক।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ১০ লাখ মানুষের অংশগ্রহণে পদ্মাপাড়ের জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। উৎসবের এ সভায় জাতির উদ্দেশে, বাংলাদেশের মানুষের উদ্দেশে উন্নয়ন অগ্রগতির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার পর ফানুস ওড়ানো থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো নানা আয়োজন থাকবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য আমাদের নেতা চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন মির্জা আজম এমপি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম, ৭৫-এর ঘাতকদের মতো খুন-সন্ত্রাস করতে চায়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়