জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

ঢাকায় সিপিবির সমাবেশ কাল

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’- দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সভায় থেকে এ ঘোষণা দেয়া হয়।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ্ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, শাহিন রহমান, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ।
প্রেসিডিয়াম সভায় জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক-আঞ্চলিক প্রচার-প্রচারণা মুক্ত করা, নর্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।
এর আগে ‘দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’ দাবিতে গত ২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী সমাবেশ, বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দাবি পক্ষ পালন করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দাবি পক্ষের শেষ দিন আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়