সোমবার থেকে টিসিবির ট্রাকে ১১০ টাকায় সয়াবিন তেল

আগের সংবাদ

ভোগ্যপণ্যের সিন্ডিকেট বেপরোয়া : লঘু দণ্ডের সুযোগ নিচ্ছে অসাধুরা, এবার অস্থিরতা আমদানি পণ্যে, চরম বিপাকে ভোক্তারা

পরের সংবাদ

এসএসসি-এইচএসসি : ২০২৩ সাল থেকে সব বিষয়ে পরীক্ষা

প্রকাশিত: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা অতিমারির ছোবল কাটানোর পর আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাস মহামারির কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৯ জুন থেকে এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরুর কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে বলা হয়েছে, আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের এই দুই পাবলিক পরীক্ষা ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসিতে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর থাকবে ৫০। অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে।
২০২০ সালে করোনা ভাইরাস মহামারি হানা দেয়ার আগে এসএসসি পরীক্ষা শেষ হলেও এইচএসসি পরীক্ষা না হওয়ায় সবাইকে পাস করিয়ে দেয়া হয়েছিল। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাই হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়