করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

মানব বাগানে পবিত্র ফুল

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কপালে লাল টিপ, নীল টিপ
সবুজ টিপ, গোলাপী টিপ।
নারীর রূপ সজ্জায় আলোকিত করে
কানের দুল, হাতের চুড়ি চকচক করে।

কি এক অপরূপ সৌন্দর্য বয়ে যায় পৃথিবীর বুকে
মানুষ না বুঝে তামাশা করে, কটুকথা বলে।
আচারণবিধি লঙ্ঘন করে
লজ্জায় মাথা কাটা যায় সুশীল সমাজে।

বিবেকহীন মানুষেরা যাতা বলে
চমকে ওঠে মানুষ, মানবতা ধ্বংসে যায়
অথচ মায়ের গর্ভে জন্ম নেয় পৃথিবীর সকল মানুষ
নারীর সম্মান নিয়ে যারা টানাটানি করে।

আমি তাদের মুখে থুথু দেই, ধিক্কার জানাই
নারী ও ফুলের পবিত্রতা যে বুঝে না
সে পাগল ছাড়া আর কিছুই নয়।
আমরা তাদেরই সন্তান নারীর গর্ভে মানুষের জন্ম।

শিশু কালের কথা কি একবার ও তোমাদের মনে পড়ে না
এই পবিত্র দুনিয়ার বুকে তোমাদের কি সন্তান সন্ততি নেই
কি করে কুরুচিপূর্ণ কথা বলো
কুদৃষ্টি দাও নারীর ওপর।

লজ্জা হয়, কষ্ট হয়, সমাজের বুকে
তোমাদের স্বভাব পরিবর্তন করো
ভালো দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখো
ভালোবাসা পাইবে মায়ের।

মা যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমরা কি জানো
মা বেঁেচ থাকা অবস্থায় যদি সন্তানের কাছ থেকে সেবা না পায়
হজ করতে গেলেও সেই সন্তানের হজ কবুল হয় না
এখনো সময় আছে ভালো পথে ফিরে এসো।

পবিত্র মানব বাগানের ফুল পবিত্র স্থানে থাক
ফুল গুলি নষ্ট করো না আর কুনজর দিওনা
সতর্ক হও সাবধান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়