করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

আক্ষেপ

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সমুদ্রের গভীরতা মাপতে গিয়ে
আকণ্ঠ তৃষ্ণায় মরি।
যেমন হাতের কাছে ভরা কলস রেখেও
লালন মরে বার বার।

যতটা তৃষ্ণা মেটায় জল
ভাসায় তার চেয়ে বেশি।
মানুষের আহাজারিতে কাতর বাতাসের শরীর।
তবু মেটে না জলের সাধ বীভৎস খেলার

তুমিও ঠিক ভাসিয়ে নিয়ে গেলে
আকাক্সক্ষার সোনালি ফসল।
কেড়ে নিলে ঘুম, রাতের স্বপ্ন।
অথচ আঁধারের সাথে আপসে
নিমগ্ন হও নিজেই তুমি।

ঘুমের সাথে ছিল না শত্রæতা,
তবু কোন জন্মের এতো ক্রোধ?

ঘুমের চিরকূট হারিয়ে বিষণ্ন স্বপ্নের পানে ছুটে যাই।

অবশেষে তুমুল ভাঙন বয়ে ফিরে আসতে আসতে
হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে এক নারী মূর্তি।
যমুনায় ভাসে যার দীর্ঘ কালো চুল

আর কতকাল রাই বিনোদিনী হবো?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়