বাইরের হাসপাতালও প্রস্তুত : রাজধানীর ৫ স্পটে কলেরার টিকা আগামী মাসে

আগের সংবাদ

ডায়রিয়া পরিস্থিতি এখনো নাজুক : ধীরে কমছে রোগী > ৩ প্রতিষ্ঠানের ঠেলাঠেলি > পরিস্থিতি মোকাবিলায় টিকা দেয়ার উদ্যোগ

পরের সংবাদ

সুবিধাবঞ্চিতদের মাঝে পাথওয়ের ইফতার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও যানজটের কারণে পথে আটকে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর-১০ ও সাদা পানির ট্যাঙ্ক এলাকায় ৬ শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের (গতকাল শুক্রবার) আয়োজনে ৬ শতাধিক মানুষের হাতে পাথওয়ের কর্মীরা ইফতার তুলে দেন।
এছাড়া ট্রাফিক জ্যামের কারণে রোজাদার ব্যক্তি যারা সময় মতো বাসায় পৌঁছতে পারেননি তাদের মাঝেও বিতরণ করা হয় ইফতার সামগ্রী।
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবারের মতো এবারও নিরলসভাবে কাজ করছেন পাথওয়ের একদল কর্মী।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়