হাওয়া দেয়ার সময় বাসের চাকা ফেটে তরুণের মৃত্যু

আগের সংবাদ

নতুন ইসি আগামী সপ্তাহে : কাল প্রজ্ঞাপন, বরণে প্রস্তুত নির্বাচন কমিশন সচিবালয়

পরের সংবাদ

সংস্কারের ১০ দিন পর সড়কে ফের ধস : ঝুঁঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজসংলগ্ন সড়কের বেশ কিছু অংশ ধসে পড়েছে। ধসে যাওয়া সড়ক দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত বছরের জুলাইয়ে সড়কে বড় ধরনের ফাটল দেখা দেয়। খবর পেয়ে ফরিদপুর সড়ক বিভাগের লোকজন এসে কিছু জিও ব্যাগ ফেলে যান। এতে সড়কটি কোনো রকম চলাচলের উপযোগী হলেও ১০-১৫ দিনের মাথায় একইভাবে আবারো তা ভেঙে পড়ে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ফরিদপুর সড়ক বিভাগের নগরকান্দা-ফরিদপুর সড়কের দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ের ঢাকা-খুলনা বিশ্বরোডে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো ট্রাক-ভ্যানগাড়ি, বিভিন্ন ধরনের যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি চলাচল করে। স্থানীয়রা জানান, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায় বিভিন্ন স্থানে সড়ক ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। সড়কের ধসে যাওয়া অংশ দায়সারা সংস্কার করা হয়েছে, যা কোনো উপকারেই আসছে না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও এসব সমস্যা দেখার বা সমাধান করার জন্য কেউ নেই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, সড়কের ধস রোধে তাৎক্ষণিক সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। আশা করছি কিছু দিনের মধ্যে সড়কের ধসে যাওয়া স্থানে স্থায়ী সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়