আবহাওয়া অধিদপ্তর : আগামী তিন দিন বৃষ্টি হতে পারে

আগের সংবাদ

ভাষানীতি প্রণয়নের তাগিদ : প্রযুক্তিতে পিছিয়ে, উচ্চশিক্ষায় অবহেলিত বাংলা ভাষা

পরের সংবাদ

হাওয়া দেয়ার সময় বাসের চাকা ফেটে তরুণের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং সড়কে মামুন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে বাসের চাকায় হাওয়া দেয়ার সময় তা ফেটে গেলে ওই তরুণ দেড়তলা সমান উচ্চতায় উড়ে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুনের বড় ভাই লোকমান হোসেন বলেন, আমাদের দোকানের নাম লোকমান ভল্কানাইজিং। এখানে ট্রাক ও বড় বাসের টায়ারে হাওয়া দেয়াসহ লিকও সারানো হয়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে একটি বাসের চাকার লিক সারানোর পরে হাওয়া দেয়ার সময় তা বিকট শব্দে ফেটে যায়। এতে আমার ভাই দেড়তলা সমান উচ্চতায় উড়ে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা দুই ভাই। ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। আমাদের বাসা চিটাগাং রোডে। বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উদে গ্রামে। বাবার নাম মো. কামাল হোসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়