হাওয়া দেয়ার সময় বাসের চাকা ফেটে তরুণের মৃত্যু

আগের সংবাদ

নতুন ইসি আগামী সপ্তাহে : কাল প্রজ্ঞাপন, বরণে প্রস্তুত নির্বাচন কমিশন সচিবালয়

পরের সংবাদ

শপথ নিলেন কেশবপুরের ১০ ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল রবিবার সকালে যশোরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোরের স্থানীয় সরকার পরিষদের উপপরিচালক মো. হুসাইন শওকতের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। উল্লেখ, কেশবপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের মধ্যে কেশবপুর ৬নং সদর ইউনিয়ন পরিষদের একটি (মূলগ্রাম) ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় কেন্দ্রের ভোট গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এ কারণে এখনো গেজেট প্রকাশ না হওয়ায় শপথ অনুষ্ঠান বাকি আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়