দুদককে টিআইবি : সিন্ডিকেটের চাপেই কি শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি?

আগের সংবাদ

জীবনযাপনে মানসিক সুস্থতাও জরুরি

পরের সংবাদ

এবার সঞ্চালক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাকে ভালোবাসা যায়। তার নিন্দা করা যায়। কিন্তু, উপেক্ষা করা যায় না। সে কথা আবারো বুঝিয়ে দিলেন এই বলি কুইন। অভিনয় জগতে নিজের দক্ষতা অনেক আগেই প্রমাণ করেছেন তিনি। এবার সঞ্চালক হিসেবে নজর কাড়তে আসছেন সবর। ওটিটি’র পর্দায় আসছে ‘লক আপ’ নামের একটি রিয়েলিটি শো। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। একগুচ্ছ বিতর্কিত সেলিব্রিটি একসঙ্গে লক আপ হবে এই শো-তে। মুক্তি পেল ওই শো-এর ট্রেলার। গোল্ডেন আউটফিট পরে ট্রেলারে ধরা দিলেন অভিনেত্রী। ট্রেলারে বুঝিয়ে দিয়েছেন, ‘আমার জেল, আমার নিয়ম’। ট্রেলারে নায়িকা সাফ জানিয়েছেন, এমন একটি জায়গা যেখানে থাকা কোনো স্বপ্নের থেকে কম নয়। দুঃস্বপ্নের থেকে কম নয়। এখানে প্রবেশ করা মানে প্রতিযোগীদের উচ্চমাত্রার জীবনযাত্রার বাইরে রেখে প্রবেশ করতে হবে। কিন্তু তারকাদের অসুবিধে সম্পর্কে সম্পূর্ণ নজর রাখা হবে। হাতকড়ির সঙ্গে সঙ্গে মিলবে এমন এক তারকা প্রতিযোগীর, যারা একে অপরের ঘুম ওড়াবে। তারকাদের নাকি আউট হওয়ার আগে নিজেদের বিভিন্ন সিক্রেট ফাঁস করতে হবে সবার সামনে। জেলেই নাকি অত্যাচারি খেলা হবে! ফলত আপকামিং রিয়েলিটি শো-তেও যে ‘ব্যাডাস’ অবতারেই ধরা দেবেন কঙ্গনা তা বলাবাহুল্য। জানা গেছে, অনেকটা বিগবসের ধাঁচে গড়ে তোলা হয়েছে ওই শো-কে। তবে একাধিক ‘টুইস্ট’ থাকছে। টিজারে কঙ্গনা জানিয়েছিলেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে ওই শোতে দেখা যাবে। ৭২ দিন চলবে ওই রিয়েলিটি শো-টি। কিন্তু, কারা ওই শো-তে অংশ নিতে চলেছেন? বর্তমানে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে অফিসিয়ালিও কোনো ঘোষণা করা হয়নি। শো-এর ফরম্যাট যেমন সাহসী, তার ওপর সঞ্চালক হিসেবে কঙ্গনা। ওটিটি প্ল্যাটফর্ম অষঃ ইধষধলর ্ গঢ চষধুবৎ-এ আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে এই শো। হ মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়