চিড়িয়াখানায় ছড়িয়ে পড়ছে মহামারি অ্যানথ্রাক্স : অ্যানথ্রাক্সে সিংহীর মৃত্যু > খাবারের জন্য বাইরে থেকে আনা গরু জবাইয়ের আগে পরীক্ষার পরামর্শ

আগের সংবাদ

সার্চ কমিটিকে নিরপেক্ষ সুন্দর মনে করে আ.লীগ

পরের সংবাদ

‘আমার বানানো পুডিংয়ে প্রশংসা পেয়েছি’

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার এ সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। গত ৪ জানুয়ারি বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তিনি। ইতোমধ্যে কাজেও ফিরেছেন। বিবাহিত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে।
সাক্ষাৎকার :
রোমান রায়
আপনার বর সনি পোদ্দার এখন কেমন আছেন?
জ¦ী ভালো আছে। ও তো অনেক আগেই সুস্থ হয়ে উঠেছে। ৫ দিনেই সুস্থ হয়ে গিয়েছে।

সাংসারিক জীবন কেমন উপভোগ করছেন?
অবশ্যই ভালো লাগছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আমাকে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। আমার বরের পরিবারের সবাই খুব মিশুক, তারা আমাকে খুব ভালোবাসেন।

আপনার হাতের কোন রান্নাটা শ্বশুরবাড়ির সবাই খুব প্রশংসা করেছেন?
শ্বশুরবাড়িতে এখন পর্যন্ত কোনো কিছু রান্না করে খাওয়াইনি (হাসি)। মামনি তো আমাকে রান্না ঘরেই ঢুকতে দেয় না (হাসি)। কিন্তু মামনি যখন আমাদের বাসায় আসছিল তখন আমি পুডিং বানিয়ে খাইয়েছিলাম। আহামরি তেমন কিছু রান্না করতে না পারলেও ডেজার্ট টুকটাক বানাতে পারি। তখন আমার বানানো পুডিং খেয়ে তারা প্রশংসা করেছেন।

ইতোমধ্যে কাজে ফিরেছেন, বিয়ের পর কাজে ফিরে কেমন লাগছে?
আমার কাছে আগের মতোই লাগছে। কোনো পরিবর্তন মনে হয়নি, শুটিং বিষয়টা আগেও যেমন লাগত এখনো তাই মনে হয়েছে।

সম্প্রতি নির্মাতা অমিতাভ রেজা ভিজ্যুয়ালি ডিরেকশন দিয়েছেন। কাজটা করতে কোনো অসুবিধা লেগেছিল?
না না কোনো অসুবিধা মনে হয়নি। কারণ তিনি যেভাবে সিস্টেম করে নিয়েছেন মাঝে মাঝে মনে হয়েছে ভাইয়া ওখানেই বসে আছেন। ভাইয়া যেভাবে কথা বলে বলে কাজটা করাচ্ছিলেন মনে হচ্ছিল ভাইয়া সামনে বসা।

সিনেমার শুটিংয়ে ফিরছেন কবে?
এই ফেব্রুয়ারিতেই ফেরার কথা ছিল। এখন কাজটা পিছিয়ে মার্চে শুরু হবে।

হাতে থাকা সিনেমাগুলোর কী খবর?
আসিফ আকবরের ‘এম আর নাইন’ মার্চ থেকে শুটিং শুরু হবে। ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং শেষ করেছি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরাণ’, ‘দামাল’। শুটিং বাকি আছে ‘ইত্তেফাক’ সিনেমার।

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন?
অভিনয়ের ব্যাপারটা আমি যে কোনো জায়গাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয় করার জন্য যে কোনো মাধ্যমেই কমফোর্ট ফিল করি।

শিল্পী সমিতির নবনির্বাচিত প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশা কী?
তাদের কাছে আমার প্রত্যাশা- তারা যেন সিনেমার জন্য, সিনেমার মানুষদের জন্য কাজ করে। কী করলে ভালো হয় সেদিকে যেন বেশি নজর রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়